বিশ্ব পরিবেশ দিবস পালিত

‘প্রাণের বন্ধনে, প্রকৃতির স্পন্দনে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। 
বিশ্ব পরিবেশ দিবস পালিত

সোমবার ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধনের উদ্যোগে সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিসা বেলপুকুর গ্রামে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

পরে সেতুবন্ধনের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মুহাম্মদ মুসা।

প্রধান অতিথি তার বক্তব্যে পরিবেশের অপরিসীম প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, "প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত আহরণ ও দূষণের ফলে পরিবেশের যে অপূরণীয় ক্ষতি হচ্ছে তা আমাদের মানবজাতির জন্য ভয়াবহ দুর্ভোগ বয়ে আনছে। তাই এ পরিবেশ বিপর্যয়কে মোকাবেলায় সমগ্র বিশ্ববাসীকে এগিয়ে আসতে হবে।”

প্রধান অতিথি বন ও বন্যপ্রাণি সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আরো বলেন, "বন ধ্বংস, বন্যপ্রাণি শিকার, অপরিকল্পিত নগরায়নের ফলে বাংলাদেশের পরিবেশ আজ বিপর্যস্ত। বনভূমি উজাড় হওয়ায় হারিয়ে যাচ্ছে বন্যপ্রাণি। আর তাই আমাদের সবাইকে সজাগ হতে হবে।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com