মীনা কার্টুনের নতুন পর্ব

মীনা কার্টুন সিরিজের নতুন পর্ব ‘আমরা খেলতে চাই’ শুরু হয়েছে।
মীনা কার্টুনের নতুন পর্ব

মীনার নতুন পর্বটি দেখা যাচ্ছে ইউনিসেফ বাংলাদেশের ইউটিউব চ্যানেলে। এটি ইউনিসেফের মীনা কমিউনিকেশনস ইনিশিয়েটিভ (এমসিআই) প্রকল্পের একটি কর্মসূচি।

বাংলাদেশে ১৯৯৩ সাল থেকে বিনোদনের মাধ্যমে শিশুর অধিকার, লিঙ্গ সমতা, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, সুরক্ষাসহ বিভিন্ন সামাজিক সচেতনতার বার্তা দিয়ে আসছে অ্যানিমেটেড চরিত্র ‘মীনা’।

কার্টুনটি শুধু বাংলা ভাষায় তৈরি হয়নি। হিন্দি, উর্দুসহ ২৯টি ভাষায় তৈরি হয়েছে। শিশুদের কাছে পৌঁছে গেছে সার্কভুক্ত সাতটি দেশের রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে।

মীনার জনপ্রিয়তায় বিভিন্ন সময়ে তৈরি হয়েছে কমিক বই, পোস্টার, গাইড বই, দেয়াল চিত্রসহ ব্যানার, বিলবোর্ড। বাংলাদেশের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভি-তে মীনা কার্টুন নিয়মিত প্রচার করা হতো। তবে এখন রাষ্ট্রীয় বেতার চ্যানেল বাংলাদেশ বেতারে মীনার সঙ্গে লাইভ ফোন কলসহ সচেতনতামূলক অনুষ্ঠান প্রচার করা হয়।

মীনার জনপ্রিয়তার ধারাবাহিকতায় ইউনিসেফের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে হ্যালোর শিশু সাংবাদিকদের সঙ্গী করে গুগল প্লে স্টোরে প্রকাশ করা হয় ‘মীনা গেইম’।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com