সচেতন করতে ইউনিসেফের পথনাটক ও ক্রীড়া প্রতিযোগিতা

ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন পরিষদের মাঠে পথনাটক ও ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে।
সচেতন করতে ইউনিসেফের পথনাটক ও ক্রীড়া প্রতিযোগিতা

‘সুস্থ দেহ সুন্দর মন আনন্দে থাকো সারাক্ষন’-প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার ধনিয়া ও ভোলা পৌরসভায় শিশুদের সচেতন করতে এই প্রতিযোগিতা ও নাটক মঞ্চস্থ হয়েছে।   

প্রতিযোগী ফারজানা আছমা জন্নাত ও আশিকুর রহমান শান্ত জানায়, এই ধরণের প্রতিযোগিতার মাধ্যমে তারা যেমন মেধার বিকাশ ঘটাতে পেরেছে ঠিক তেমনি এক ক্লাবের সাথে অন্য ক্লাবের সদস্যদের সম্পর্ক তৈরি করতে পেরেছে।  

ইউনিসেফের সহায়তায় ‘কোস্ট্র ট্রাস্ট’-এর শিশু বিবাহ রোধে কমিউনিটি ভিত্তিক শিশু সুরক্ষা কার্যক্রমের আয়োজনে এই ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি ছিল পথ নাটক। নাটকের মাধ্যমে এখানে শিশুশ্রমের কুফল, শিশুবিয়ে রোধ ও জন্ম নিবন্ধনের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।  

২৭টি কিশোর-কিশোরী ক্লাবের দুইশ’র বেশি সদস্য এই প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রতিযোগিতার মধ্যে ছিলো- ছেলেদের মোরগ লড়াই, বস্তা দৌড়। মেয়েদের জন্য ছিলো বেলুন ফোটানো ও গানের প্রতিযোগিতা।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভোলা রেড ক্রিসেন্টের যুব প্রধান ও হ্যালোর সাবেক সাংবাদিক আদিল হোসেন তপু ও  ইসিএম প্রকল্পের আইপিটি ফ্যাসিলেটর সাইফুল্লাহ ছানি।    

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com