সৈয়দ হক স্মরণে নাট্যোৎসব

“আমাদের মঞ্চ আমাদের মুক্তিযুদ্ধ” এই ধ্বনিকে সামনে রেখে কুড়িগ্রামে সব্যসাচী লেখক সৈয়দ হক স্মরণে ‘সৈয়দ শামসুল হক নাট্যোৎসব’ ২০১৭ শুরু হয়েছে।
সৈয়দ হক স্মরণে নাট্যোৎসব

ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদের আয়োজনে বুধবার কুড়িগ্রাম পৌরসভা মিলনায়তনে  আট দিন ব্যাপী এই উৎসবের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে পৌরসভা চত্বর থেকে নাট্যকার্মীরা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। সন্ধ্যায় অভিনেতা মামুনুর রশিদ মঙ্গল প্রদীপ জ্বালানোর মাধ্যমে এ উৎসবের উদ্বোধন করেন।

এ উৎসবে ভারতের ‘কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রসহ দেশ সেরা সব নাট্য দল অংশ নেবে।

মঞ্চ নাটকের এই উৎসবে উদ্বোধনী দিনের সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘থিয়েটার এন্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের’ সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সৃষ্টি সম্ভার থেকে নির্বাচিত তিনটি সৃষ্টি কর্মের সংশ্লেষ, “বহ্নি, বিসর্জন, ব-দ্বীপ মঞ্চায়ন হয়।

উৎসবের শেষের দিন প্রচ্ছদ কুড়িগ্রামের পরিবেশনায় গোলাম সারোয়ারের নির্দেশনায় মঞ্চায়ন করা হবে মলিয়েঁরের ঘর জামাই।

প্রচ্ছদ কুড়িগ্রামের সভাপতি জুলকারনাইন স্বপন বলেন, “কুড়িগ্রামে মঞ্চ না থাকায় আমরা কিছুটা সমস্যায় আছি, তারপরও উৎসবের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করা যাচ্ছে দর্শকদের ব্যাপক উপস্থিতি ও দলগুলোর সফল মঞ্চায়নের মাধ্যমে এ উৎসব সফল হবে। এজন্য সবার সহায়তা কামনা করছি।"

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com