টাকা ছাড়া মিলছে না প্রশংসাপত্র

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে প্রশংসাপত্রের বিনিময়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
টাকা ছাড়া মিলছে না প্রশংসাপত্র

শিক্ষার্থী ও অভিভাবকরা পীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে এ অভিযোগ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন অভিভাবক বলেন, ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য প্রশংসাপত্র আনতে গেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারুল বেগম দুশত টাকা করে নিচ্ছেন।

টাকা না দিলে প্রশংসা পত্র মিলবে না বলে জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

ওই বিদ্যালয় থেকে উত্তীর্ণ হওয়া এক শিক্ষার্থী জানায়, প্রশংসাপত্রের জন্য প্রধান শিক্ষিকা তার কাছে দুশ টাকা চায়। সঙ্গে টাকা না থাকায় বাড়ি থেকে এনে প্রশংসাপত্র নিতে হয়েছে।

এক অভিভাবক বলেন, "আমার কাছে দুইশ টাকা না থাকায় দেড়শ টাকা দিচ্ছিলাম। তারপরেও আমাকে প্রশংসাপত্র দেওয়া হয়নি। পরে টাকা দিয়েই প্রশংসাপত্র নিয়েছে।"

আর টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারুল বেগম বলেন, "সারা বছর বিদ্যালয়ের অনেক খরচ করতে হয়। এজন্য এই টাকা নেওয়া হচ্ছে। তবে দুশ টাকা নির্দিষ্ট করে নয়, অভিভাবকরা খুশি হয়ে যা দিচ্ছে তাই নিচ্ছি।"

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম বলেন, "প্রশংসা পত্রের বিনিময়ে টাকা নেবে এমন কোনো নিয়ম নেই। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আমি বিষয়টি দেখছি।"

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com