থানায় নারী-শিশুর সহায়তা মিলবে

রাজধানীর রমনা মডেল থানা নারী ও শিশুদের বিশেষ সেবা দেওয়ার লক্ষে 'নারী ও শিশু সহায়তা কেন্দ্র' খুলেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইট ডিএমপি নিউজের এক বুলেটিনে বলা হয়েছে, ২৭ নভেম্বর রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মারুফ হোসেন সরদার কেন্দ্রটির উদ্বোধন করেন।

রমনা মডেল থানার ওসি মশিউর রহমান মুঠোফোনে হ্যালোর সাথে এ বিষয়ে কথা বলেন। জানা যায়, কেন্দ্রটিতে সার্বক্ষণিক একজন নারী পুলিশ কর্মকর্তা উপস্থিত থেকে নারী ও শিশুদের বিভিন্ন আইনি সহায়তা দেবেন।

উদ্যোগটি নেওয়ার কারণ জানতে চাইলে ওসি বলেন, ‘থানায় যেসব সেবাপ্রার্থী আসেন সেখানে অনেক সময় মহিলা বা শিশুরা তাদের মনের কথা বলায় একটু সংকোচ বা দ্বিধা বোধ করেন।

‘ডিউটি অফিসারের কক্ষে অনেক পুরুষ পুলিশ ও দর্শনার্থীও থাকেন। তাদের সামনে সব কথা বলার পরিবেশ থাকে না।

‘থানার মধ্যে যেন নারী ও শিশুদের একান্তে যেন সব কথা বলার পরিবেশ থাকে, সেই পরিবেশ সৃষ্টির জন্যেই আমরা এটা করেছি।’ 

থানার নীচ তলায় বিভিন্ন রকমের ব্যানার, ফেস্টুন, বেলুন, মাদার তেরেসা, সুফিয়া কামাল এবং বেগম রোকেয়ার ছবি দিয়ে কক্ষটি সাজানো হয়েছে। বাংলাদেশের কোনো থানা প্রথম এই ধরণের উদ্যোগ নিয়েছে বলেও জানান মশিউর রহমান।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com