ফিলিপিন্সের অধিবেশনে অংশ নিচ্ছে বাংলাদেশের শিক্ষার্থীরা

বাংলাদেশের শিক্ষার্থীরা ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্পেস এজেন্সি ফোরামের (এপিআরএসএএফ) ২৩তম অধিবেশনে অংশ নিচ্ছে।

অধিবেশনটি ১২ নভেম্বর থেকে শুরু হয়ে ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। এতে ৪০টি দেশের মহাকাশ সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণ করার কথা রয়েছে।

বাংলাদেশ দলের প্রতিযোগীরা বৃহস্পতিবার রাতে ফিলিপিন্সের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বলে জানিয়েছেন হ্যালোকে। 

বাংলাদেশের প্রতিযোগীরা হচ্ছে, ভিকারুন্নেসা নূন স্কুলের শিক্ষার্থী মহিমা স্বাগতা, একাডেমিয়া স্কুল এর শিক্ষার্থী ফাহিম শাহরিয়ার মাহফুজ এবং সেন্ট যোসেফ স্কুলের ছাত্র সাদমান রহমান।

মহিমা স্বাগতা হ্যালোকে বলে, ‘প্রথম বাবের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছি। দেশের হয়ে কিছু করতে পারব বলে খুব ভাল লাগছে।’   

ওয়াটার রকেট প্রতিযোগিতায় বাংলাদেশসহ ২৫টি দেশের ১২ থেকে ১৬ বছর বয়সী শতাধিক শিক্ষার্থীদের অংশ নেয়ার কথা রয়েছে।

ওয়াটার রকেট প্রতিযোগিতায় বাংলাদেশের জাতীয় সমন্বয়ক ছিলেন বাংলাদেশ এ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির ভাইস প্রেসিডেন্ট ও এপিআরএসএএফ-এর স্পেস এডুকেশন ওয়ার্কিং গ্রুপের কার্যকরী সদস্য এফ আর সরকার। 

এই আয়োজনে সেমিনার, ওয়ার্কশপ, মহাকাশ বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতা ছাড়াও অন্যান্য কার্যক্রম অনুষ্ঠিত হবে। 

চলতি বছর বাংলাদেশের পক্ষে অধিবেশনে প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশ এ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির যুগ্ম আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক এম আই রেজা।

অধিবেশন সংলিষ্ট চিত্রাংকন প্রতিযোগিতায় বাংলাদেশের তিন শিশুর মহাকাশ বিষয়ক আঁকা তিনটি ছবি প্রদর্শিত হবে যা অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিদের ভোটের মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে।

অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ও বাংলাদেশ এ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির যুগ্ন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক এম আই রেজা সরকার হ্যালোকে বলেন, ‘২০০৬ সাল থেকে বাংলাদেশ এপিআরএসএএফের অধিবেশনে নিয়মিত অংশগ্রহন করে আসছে।

‘আমাদের দেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে ব্যাপক উৎসাহ, আগ্রহ, উদ্দীপনা ও অভিজ্ঞতা অর্জন করছে যা বাংলাদেশের মহাকাশ বিজ্ঞানকে সামনে এগিয়ে নিয়ে যাবে।’

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com