মা রিকশাভ্যান চালিয়ে ভাগ্য ঘোরাবেন

রাজশাহীর বাঘা উপজেলার জোতকাদিরপুর গ্রামে পঞ্চাশ বছর বয়স্ক নারী জায়েদা বেগম রিকশাভ্যান চালান। তার আশা ভ্যান চালানো আয়ে তার সন্তানের লেখাপড়া খরচ মেটাবেন।

মাটি কাটা, ইট ভাঙা থেকে শুরু করে দেশ পরিচালনায় অনেক নারীকে দেখা গেলেও ভ্যান চালানো নারী সাধারণত চোখে পড়ে না।

জায়েদাকে তার স্বামী সংসার ছাড়া করলে ছেলেকে নিয়ে চলে যান। শুরু করেন গৃহকর্মীর কাজ। এতে কোনোমতে মা-ছেলের খাবার জুটত, তবে ছেলের পড়ার খরচ উঠত না বলে জানান এই গ্রামের নারী।

তিনি জানান, ছেলের ভাগ্য গড়তে তিনি এনজিও-র দেওয়া ঋণের টাকায় ভ্যান কিনে চালাতে শুরু করেন।

ধার শোধ করা হলে ছেলেকে স্কুলে ভর্তি করার ইচ্ছা তার।

তার ছেলে জায়েদুল পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়েছে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com