শিশু বিষয়ক খবরে সংবেদনশীলতা আহ্বান

গণমাধ্যমে শিশু বিষয়ক খবর পরিবেশনে আরও দায়িত্ববান ও সংবেদনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষক, গণমাধ্যমের নীতি নির্ধারক ও শিশু অধিকার বিশেষজ্ঞরা।

রোববার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে এক মতবিনিময় সভায় ‘শিশু অধিকার সুরক্ষায় গণমাধ্যম নীতিমালা’র খসড়ার উপর মতবিনিময় সভায় এ আহ্বান জানান তারা।

প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান বলেন, “শিশু অধিকার সুরক্ষা করতে হলে সেখানে গণমাধ্যমের কিছু দায়িত্বশীলতা আছে। এই দায়িত্ব থেকে পিছিয়ে যাবার কোনো সুযোগ নাই।”

বাসস-র প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, “শিশু বিষয়ক সাংবাদিকতার ক্ষেত্রে সাংবাদিকদের আরও সংবেদনশীল হতে হবে। তাদের সার্বিকভাবে দায়িত্বশীল হতে হবে।”

সভায় ‘শিশু অধিকার সুরক্ষায় গণমাধ্যম নীতিমালা’-র খসড়া উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস।

চ্যানেল ৭১-এর বার্তা বিভাগের পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশনের অ্যাডভোকেসির পরিচালক চন্দন জেড গোমেজ, ড্যাফোডিলস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান সৈয়দ মিজানুর রহমান,  দৈনিক সংবাদের বার্তা সম্পাদক কাজী রফিক, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান প্রতিবেদক আশেকুন নবী চৌধুরী, বাংলাদেশ টেলিভিশনের জাহিদুল ইসলাম, দৈনিক জনকন্ঠের সিটি এডিটর কাওসার রহমান, উৎস বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক মাহবুবা মাহমুদ।

শিশু বিষয়ক প্রতিবেদন প্রচার ও প্রকাশে গণমাধ্যমের সংবেদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ‘শিশু অধিকার সুরক্ষায় গণমাধ্যম নীতিমালা’ প্রণয়নের অংশ হিসেবে বাসস এ মতবিনিময় সভার আয়োজন করে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com