চলাচলের অযোগ্য রাস্তা

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়ের শিরগ্রাম বাজারের পাশ থেকে দীঘা পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বৃষ্টি হওয়ায় কাঁচা রাস্তা ভেঙে যাওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচলতি মানুষদের।

নাগরীপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মো. শাহিদুল ইসলাম জানান, প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মাদ্রাসায় আসার জন্য একমাত্র কাঁচা রাস্তা এটি।

তিনি বলেন, "বর্ষায় রাস্তাটির অবস্থা খুব খারাপ হয়ে যায়। নির্দিষ্ট সময়ে কেউই ক্লাসে আসতে পারে না।"

মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র সজল মিয়া বলে, "রাস্তার কাদা লেগে কাপড় নষ্ট হয়। ভ্যান চলে না বলে পায়ে হেঁটে ক্লাসে আসতে হয়। এজন্য ক্লাসে অনেকেই অনুপস্থিত থাকে।"

স্থানীয় ভ্যান চালক আকিদুল জানান, কাদায় ভ্যান চালানো খুব কষ্ট হয় বলে অন্য রাস্তা দিয়ে চলাচল করেন। এতে অনেক সময় নষ্ট হয়।

এলাকাবাসী রবিউল ইসলাম জানান, রাস্তাটা যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করা দরকার।

এ ব্যাপারে দীঘা ইউপি সদস্য আলম নবীর সঙ্গে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।  

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com