চাইল্ড পার্লামেন্ট অধিবেশন বিষয়ক কর্মশালা

চাইল্ড পার্লামেন্টের ১৩তম অধিবেশনের প্রস্তুতিমূলক কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

শনিবার সাভারের আশুলিয়ায় একটি প্রশিক্ষণ কেন্দ্রে তিন দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করা হয়।

এবারের চাইল্ড পার্লামেন্ট এর প্রতিপাদ্য বিষয় 'শিশু হত্যা বন্ধ কর, শিশু সুরক্ষা নিশ্চিত কর।’

প্রস্তুতি কর্মশালায় শিশু সংসদ সদস্যরা নিজ এলাকার শিশুদের সমস্যাগুলো তুলে ধরবে এবং প্রস্তাবনা তৈরি করবে। এখানে বাংলাদেশের ৬৪ টি জেলার ও ১৬টি বিশেষ অঞ্চলের (চা বাগান, সি বিচ,পাহাড়ি অঞ্চল, দুর্যোগ প্রবণ এলাকা) নির্বাচিত সদস্যরা উপস্থিত আছে।

চাইল্ড পার্লামেন্টের ১৩তম অধিবেশন অনুষ্ঠিত হবে ৩১ মে গুলশান ১ এর স্পেক্টা কনভেনশন সেন্টারে।

অধিবেশনের প্রথম পর্বের প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া (এমপি) এবং দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষা মন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com