ঝুঁকিপূর্ণ কাজে শিশু

নওগাঁর বালুডাঙ্গা বাস-স্ট্যান্ডে সেদিন দেখলাম একটা ১৪/১৫ বছরের ছেলে বাসে সহকারীর কাজ করছে। যদি লোকাল বাস হতো তাহলে কথা ছিল কিন্তু সে দূরপাল্লার বাসে কাজ করে।

ওর নাম সম্রাট। দারিদ্র ওকে এই ঝুঁকিপুর্ণ পেশা বেছে নিতে বাধ্য করেছে।

ওর সাথে কথা বলে জানতে পারি, সে দুই মাস হল এই কাজ শুরু করেছে। এর আগে সে একটি চায়ের দোকানে কাজ করত।

নওগাঁ জেলার মান্দা উপজেলার ফেরিঘাট এলাকায় বাবা-মায়ের সাথে থাকে ও। পরিবারের অভাব-অনটনে জন্য কখনই সে স্কুলে যেতে পারেনি। পড়ালেখা নামক বস্তুটির সাথে কখনই পরিচয় ঘটেনি তার।

সম্রাট জানায়, বাবা-মায়ের স্বল্প আয়ে সংসার চলেনা বলে ওর কাজ করতে হয়।

সম্রাটের মত অনেক শিশুকেই আজকাল এরকম ঝুঁকিপুর্ণ কাজ করতে দেখা যায়। দারিদ্র সম্রাটের মত অনেক শিশুকেই ঠেলে দিচ্ছে অজানা ভবিষ্যতের দিকে। কিন্তু তাদের এই অজানা ভবিষ্যতের জন্যে কি শুধুই দারিদ্র দায়ী? নাকি আমাদের অসচেতনতাও এর জন্য দায়ী?

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com