সুখে-দুখে গরিবের ঈদ

কোরবানির ঈদে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে অনেক গরিবকেই মাংস সংগ্রহ করতে দেখা যায়।কিন্তু সবাই এমন দুয়ারে দুয়ারে ঘোরেন না। ঈদের তৃতীয় দিন কথা বলি এমন কজন ভ্যানচালকের সাথে।

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পূর্বচৌরাস্তা ভ্যানস্ট্যান্ডে ভ্যানচালকক মোমিনুল (১৯) বলেন, "ঈদ ভালই কাটছে।

“ঈদের নামাজ শেষে ভ্যান নিয়ে ভাড়ার জন্য বের হই। প্যাসেঞ্জার ভালই পাইছি।

ভ্যান জমা দিয়া সিনেমা দেখতে গেছেন তিনি।

কোন সিনেমা দেখলেন জানতে চাইলে হাসি মুখে বলেন, শাকিব খানের 'সেরা নায়ক।'

তবে ঈদের দিন ভ্যান নিয়ে বের হননি শফিকুল আলম (২৩)।

তিনি বলেন, " নামাজ শেষ করে ছোট মাইয়ারে নিয়া ঘুরতে গেছিলাম পার্কে।

“ঈদের দিন তো আনন্দের দিন তাই আনন্দই করছি।"

কষ্টের কথা শোনালেন আইজুল (২৭)।

তিনি বলেন, "ঈদ তো বড়লোকের। আমাদের জন্য না।

“আমরা তো আর গরু কুরবানি দিতে পারি না তাই বাজার থাইকা বয়লার (ব্রয়লার) মুরগি কিনা তাই দিয়াই ঈদের দিন সবাই মিলা রুটি দিয়া খাইছি।”

সেদিন বিকেলে আবার ভ্যান নিয়ে ভাড়া মারতে বের হয়েছিলেন তিনি।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com