ফরিদপুরে মা সমাবেশ

ফরিদপুরের মা সমাবেশে মায়েরা বিদ্যালয়ের ভাঙা টিনের চাল মেরামতের দাবি জানান।  

জেলার ভাজনডাঙ্গা গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার এই সমাবেশ হয়।

ভাজনডাঙ্গা গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে একটি আদর্শ এবং মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে মা সমাবেশের আয়োজন করা হয়।

জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে উপস্থিত মায়েরা অংশগ্রহণ করেন।

সমাবেশে মায়েরা বিদ্যালয়ের পড়াশুনার মান উন্নতকরণ, নিয়মিত পাঠদান পরিচালনা, শিক্ষার্থীদের জন্য বিনোদনের ব্যবস্থা, বিশুদ্ধ খাবার পানি ও শৌচাগারের ব্যবস্থা উন্নত করাসহ বিদ্যুৎ সংযোগের ওপর গুরুত্ব দেন।  

বিদ্যালয়ের প্রধান শিক্ষক চঞ্চলা রানী সরকার মায়েদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। শিশুরা যাতে বাড়িতে পড়াশুনা করে সে বিষয়ে খোঁজ-খবর রাখার জন্য অনুরোধ জানান।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে (টিআইবি)-র উদ্যোগে এই সমাবেশ হয়।     

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com