ভোলায় শিশুরা পেল ঈদের জামা

‘ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার মাঝে, সুবিধাবঞ্চিত শিশুরাও ঈদের আনন্দ উপভোগ করুক’-এই স্লোগানকে সামনে রেখে ছিন্নমুল শিশুদের হাতে নতুন জামা তুলে দিলেন ভোলার তরুণরা।

ভোলার তুলাতুলি বেড়িঁর পাশের সুবিধাবঞ্চিত ৫০ জন শিশুর হাতে বুধবার দুপুরে এই পোশাক তুলে দেয়া হয়। 

ফরিদপুর মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া সুরভী, সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নজরুল ইসলাম, হাসনাত হাসিব, আফরিন ইফা, যুবরাজ, শহিদুল ইসলাম, আসাদ ও হিমুসহ আরো অনেকের উদ্যোগে এই অনুষ্ঠানটি হয়।

জান্নাতুল মাওয়া সুরভী বলেন, “যে সব শিশুরা ঈদের আনন্দ থেকে বঞ্চিত থাকে, নতুন কাপড় তুলে দিয়ে তাদের কজনের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি।”

বিত্তবান ও শিক্ষার্থীরা সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দিলে ধনী-গরিব সবার মাঝে ঈদের আনন্দ বিরাজ করবে বলে তিনি দাবি করেন।     

এসময় আরো উপস্থিত ছিলেন আবিদুল আলম আবিদ, চ্যানেল-২৪ এর ভোলা জেলা প্রতিনিধি ও শিশু সংগঠক আদিল হোসেন তপু তালুকদার।  

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com