শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

শিশুদের প্রতি সহিংসতা বন্ধ ও শিশুদের সুরক্ষার দাবিতে মানববন্ধন করেছে চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ।

রোববার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ১০টি এনজিও-র কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে প্লান ইন্টারন্যাশনালের ট্রেনিং ম্যানেজার সৈয়দা হুসনে কাদেরি বলেন, ‘আমরা চাই প্রতিটি শিশুর নিরাপত্তা দেওয়া হোক। প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটিই চাওয়া, যেন শিশু নির্যাতনকারীদের অন্তত একজনের হলেও কঠিন বিচার হয়।'

ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের ইয়ুথ ভলেন্টিয়ার আহসান হাবীব বলেন, ‘আমরা এনসিটিএফ এর পক্ষ থেকে সারাদেশে  শিশুদের নিয়ে কাজ করে থাকি। সারাদেশে শিশুদের নিয়ে কাজ করতে গিয়ে আমরা দেখতে পাই শিশুরা নানা পাশবিকতা, বিভৎস ও  হিংসাত্বক ঘটনার শিকার হচ্ছে। আমরা এমনটা চাই না। শিশুদের জন্য দেশের সব স্থান নিরাপদ হয়ে উঠুক এটাই আমাদের চাওয়া।'

মানববন্ধনে শিশুদের উপর নির্যাতনের একটি সমীক্ষা প্রকাশ করা হয়। সমীক্ষা অনুযায়ী, গত চার বছরে (২০১২-২০১৫) শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে এক হাজার ৬৯টি। এর মধ্যে দুইশ ৯২ শিশু মারা গেছে ২০১৫ সালে, তিনশ ৫০ শিশু ২০১৪ সালে, দুশ ১৮ শিশু ২০১৩ সালে এবং দুশ নয় শিশু মারা যায় ২০১২ সালে। মারা গেছে ২০১৫ সালে, তিনশ ৫০ শিশু ২০১৪ সালে, দুশ ১৮ শিশু ২০১৩ সালে এবং দুশ নয় শিশু মারা যায় ২০১২ সালে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com