‘আমিই সংবাদ হয়ে গেলাম’

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিশুসাংবাদিক মেহেদি হাসানকে সমাজসেবা অধিদপ্তর একটি হুইল চেয়ার উপহার দিয়েছে।

দিনমজুর শেখ দেলোয়ার হোসেনের ছেলে মেহেদি সেই হুইলচেয়ারে চড়ে বুধবার প্রথম স্কুলে যায়।

এর আগে মঙ্গলবার তার হুইলচেয়ার পাওয়া নিয়ে একটি সংবাদ প্রকাশ হয়।

মেহেদি বলে, “আমি সাংবাদিক। আর আমিই সংবাদ হয়ে গেলাম।”

১২ বছর বয়সী মেহেদি বাগেরহাটের কচুয়া থানার রাড়ীপাড়া গ্রামে থাকে। গোয়ালমাঠ রশিকলাল মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রোণির ছাত্র সে।

সিডর আর আইলায় ক্ষতিগ্রস্ত এলাকার দরিদ্র পরিবারের সন্তান মেহেদি বরাবরই তার ক্লাসে প্রথম হয়। পঞ্চম শ্রেণিতে বৃত্তিও পেয়েছে সে।

তার মা মমতাজ বেগম বলেন, “তাদের প্রথম সন্তান মেহেদির জন্ম থেকেই বাম পাটি বাঁকা।

“বাড়ি থেকে প্রায় আধমাইল দূরে রাঢ়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিন কোলে করে তাকে পৌঁছে দিতে হতো। এভাবে চলেছে পঞ্চম শ্রেণি পর্যন্ত।”

“এরপর বাড়ি থেকে এক কিলোমিটার দূরে উপজেলার গোয়ালমাঠ রশিকলাল মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি করা হয় তাকে।”

মাধ্যমিক বিদ্যালয়ে ওঠার পর কোলে করে তাকে স্কুলে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। তাই ভ্যানরিকশায় যেতে হচ্ছিল মেহেদিকে।

শিশু সাংবাদিক নির্বাচিত হয়ে গত মার্চে হ্যালোর উদ্বোধন অনুষ্ঠানে আসে মেহেদি।

মেহেদি বলে, “অনুষ্ঠানে চলাফেরার অসুবিধা দেখে তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, সাংসদ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সোশাল অ্যাফেয়ার্স এডিটর বেবী মওদুদ আমার খোঁজখবর নেন।”

সে বলে, “প্রতিবন্ধীরা যে সমাজের বিছিন্ন কেউ না তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আমাকে বুঝিয়ে দিয়েছে। তারা আমার পথ চলার শক্তি বাড়িয়ে দিয়েছে।”

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com