উৎসাহের উৎস আমার শিক্ষক

হ্যালোতে লেখালিখি করি দুই বছরের বেশি সময় ধরে। কখনও নিয়মিত লেখা পাঠাতে পারি আবার কখনও হয়ে ওঠে না। তবে আমার লেখা ছাপানো হলে খুব খুশি লাগে।

আমার লেখা ছাপানো হলে আমি যেমন খুশি হই তার চেয়েও বেশি খুশি হন আমাদের শ্রেণি শিক্ষক আনোয়ার হোসেন। তিনি লেখালিখির ব্যাপারে আমাকে খুব উৎসাহও দেন। 

গত এপ্রিলে হ্যালো থেকে প্রকাশিত 'আমার কথা আমাদের কথা' বইয়ে আমার একটা লেখা ছাপানো হয়েছে। এটা দেখে স্যার অনেক খুশি হয়েছেন। এমনিতে আমি বন্ধু বান্ধব, বড় ভাই-বোন, বাবা-মা কারও কাছ থেকে লেখার জন্য উৎসাহ পাই না। আমার উৎসাহের উৎস আনোয়ার স্যার। 

তিনি নিয়মিত বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম পড়েন। হ্যালোতে শিশুদের লেখা ছাপানো হয় শুনে তিনি নিয়মিত হ্যালোও পড়েন। হ্যালোতে আমার সর্বশেষ লেখা 'আমার গাছ বন্ধুরা' ছাপানো হলে তিনি আমাকে পরদিন স্কুলে অভিনন্দন জানান। আর প্রকৃতির প্রতি ভালবাসা দেখে তিনি খুশিও হন। তিনিও গাছ লাগাতে ভালোবাসেন।

পরে তিনি আমার সঙ্গে অনেকক্ষণ গল্প করেন। ছোটবেলা স্যারের একটা ফুল বাগান করার শখ ছিল হয়ে ওঠেনি। আমার কাজে তিনি খুব খুশি।

তিনি বলেন, শিশুরাই পৃথিবী গড়বে। তাই পরিবেশ সংরক্ষণের দায়িত্বও তাদের। এছাড়া নিজের ফলের বাগান থাকা খুবই আনন্দের ব্যাপার।

তিনি আমাকে লেখার জন্য ভাল কিছু পরামর্শও দেন। আমি এই প্রথম আমার কোন শিক্ষকের কাছ থেকে লেখালেখির বিষয়ে উৎসাহ পেলাম।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com