বাংলাকে শ্রদ্ধা করি

আমরা কথায় কথায় বাংলা ভাষা নিয়ে গর্ব করি। বাংলা ভাষা আমাদের অহংকার, অনেক কষ্টে পাওয়া মায়ের ভাষা। আরো কত কি!

সত্যিই আমরা বাংলা ভাষাকে ভালোবাসি। না হলে কি কোনো জাতি শুধুমাত্র ভাষার জন্য নিজের তাজা প্রাণ বিসর্জন দেয়।

কিন্তু এখন বাংলা ভাষায় কথা বললেও আমরা এর কতটুকু গুরুত্ব দেই? সবার কথা বলছিনা। কিন্তু অনেকেই এমন করে।

আগে মানুষ ঘরে ছেলে মেয়ে হলে কত বাংলায় কত সুন্দর সুন্দর নাম রাখত। কিন্তু এখন আমি বাংলা নামের তেমন কাউকে দেখি না। এখন বাংলা বাদ দিয়ে কিসব নাম রাখে শুনলে হাসি পায়।

এদের অনেকেই তার সন্তানের নামের অর্থ জানেন না।

কয়েকদিন আগে আরেকটা নতুন নাম শুনলাম 'তাসমালিয়া'। এই নামের কোনো মানে নেই। এই নামে নাকি অস্ট্রেলিয়ায় কোন একটা শহর আছে। তাই এই নাম রাখা হয়েছে। এগুলো নাকি সুন্দর নাম।

অথচ মানসী, নীলা, অপরাজিতা, শুভ্রা এই নামগুলো কত সুন্দর। এসব ফেলে কি উদ্ভট নাম রাখে তারা বুঝি না।

আবার যাদের নাম বাংলায় তাদের নাম শুনে অনেককেই জিগ্যেস করতে শুনেছি, এই তুমি কি হিন্দু? আমি শুধু অবাক হই এই ভেবে যে বাংলা নাম রাখলেই কেউ হিন্দু হয়ে যাবে এ কেমন চিন্তা। আমার তখন খারাপ লাগে।

আবার ২১ ফেব্রুয়ারির ভোর বেলা সাদা-কালো জামা কাপড় পরে প্রভাত ফেরিতে দেখা যায় ওই পরিবারদেরই। এই একদিনের জন্য ভাষার জন্য ভালবাসা, মায়া-মমতা, শহীদের প্রতি শ্রদ্ধা দেখানোর কোনো দরকার আছে কি?

ছেলে মেয়েদের ইংরেজি মাধ্যমে ভর্তি করাবে। বাচ্চাদের কথায় কথায় ইয়েস,নো, থ্যাঙ্কস বলা শেখাবে আবার ফেব্রুয়ারি এলেই সেজে বসবে ভাষা প্রেমিক।

এসব না করে আসুন না ভাষাকে, দেশকে ভালবাসি। আর বাংলাকে শ্রদ্ধা করি।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com