ভাঙা পথের দুর্ভোগ

মোহাম্মদপুরে আমার বাসা। সেখান থেকে স্কুলে বা বাজারে যাবার পথগুলোর দুর্দশা দেখে আমার সেই সমস্যাটির কথাই লিখতে ইচ্ছে করছে।

এসব পথ  দিয়ে সবসময়  নানান যানবাহন চলাচল করে। গ্যাসের লাইন বা পানির লাইন ঠিক করতে রাস্তার যেখানে খোঁড়া হয় তা মেরামত না করেই সেরকমই রেখে দিয়ে চলে যায় তারা। কখনো আবার ড্রেইনেজ সিসটেমও  মেরামত করা হয়।

এসব ভাঙাচোরা রাস্তা কিছুদিন পরে কোনো রকমে  দায়সারাভাবে মেরামত  করে। তার কিছুদিনের মধ্যেই রাস্তা ভেঙে আবার আগের অবস্থা। পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা নিয়মিত আবর্জনা তুলে নিয়ে যান না। এতে করে নানা ধরণের রোগ বালাই ছড়ায় এবং রাস্তা অপরিষ্কার অবস্থায় থাকে।

রাস্তা ভাঙার বড় বড় স্ল্যাবগুলো যেখানে সেখানে পথের ওপর পড়ে থাকায় সেগুলি পায়ে হাঁটার সময়েও যেমন কষ্ট তেমনি ট্রাফিক জ্যামের কারণও হয়ে দাঁড়ায়।

খোঁড়াখুঁড়ির ফলে যেসব গর্ত হয় তাতে অনেক সময় দুর্ঘটনা ঘটে।

এসব সমস্যা ভোগ করার পর যখন সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানানো হয়,  মেরামত করা হবে বলে আমরা  আশ্বাস পাই  কিন্তু কোনো সমাধান ছাড়াই আমরা এই দুর্ভোগের ভেতরেই পথ চলি।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com