সিডনির হারবার ব্রিজ

বিশ্বের সবচেয়ে বড় স্টিলের ব্রিজ সিনডি হারবার ব্রিজ। এর সৌন্দর্য উপভোগ করতে অনেকে এটি পায়ে হেঁটেও পার হন।

ওখানে ঘুরে আমার খুব ভালো লেগেছে।

এই ব্রিজ তৈরির কাজ শুরু হয় ১৯২৩ সালের  ২৮ জুলাই এবং শেষ হয় ১৯৩২ সালের ১৯ জানুয়ারি। একই বছরের একই তারিখে মার্চে এর উদ্বোধন করা হয়। এর বয়স এখন ৯১ বছর। এই ব্রিজটি স্টিলের তৈরি। এর ডিজাউন ও তৈরির কাজ করে বৃটিশ কোম্পানি ডরমেন লং এন্ড কোম্পানি লিমিটেড।

হারবার ব্রিজের ডিজাইন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের হেলথ গেজ ব্রিজের প্রভাব ছিল। দুটি ব্রিজ দেখতে প্রায় একই রকম।

এই ব্রিজটি ২৪ ঘন্টাই চলাচলের জন্য খোলা থাকে। এতে ১২ টি লেন আছে। এরমধ্যে রয়েছে আটটি রোড লেন। আর দুটি রেল লাইন। একটি পথ আছে হাঁটা চলার জন্য। একটা সাইকেল ওয়েও রয়েছে।

তবে এই ব্রিজটি যারা পায়ে হেঁটে পার হতে চান তাদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। ব্রিজের উপর দিয়ে মানুষ হেঁটে পার হয়। যাদের ট্র্যাকিং করার অভ্যাস রয়েছে তাদের জন্য সুবিধা। তবে সেটা না থাকলেও কোন সমস্যা নেই। সেখানে যাওয়ার পর টিকিট কেটে গাইডের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েও পার হওয়া যাবে।  যারা ভয় পায় তাদের জন্য এটা ঠিক হবে না। ১৬ বছরের নিচে কেউ এটা পার হওয়ার অনুমতি পায় না।

আমার উপরে উঠার ইচ্ছে ছিল। তবে বয়স কম হওয়ায় উঠতে পারিনি। 

এই ব্রিজটির দৈর্ঘ্য ১১৪৯ মিটর বা ৩৭৭০ ফুট। এই ব্রিজটি দেখতে অনেক সুন্দর। হারবার ব্রিজের সামনেই রয়েছে সিডনি অপেরা হাউজ।

এখানে এলে সারাদিন কাটিয়ে দেয়া যাবে অনায়াসে। প্রশান্ত মহাসাগরের মোহনাতেও রয়েছে ফেরি পাড়াপাড়ের সুযোগ। ২৩ ডলারের টিকিট কেটে ব্রিজ, অপেরা হাউজ দেখা ছাড়াও ফেরি দিয়ে সিডনির পাশের তিনটি শহর দেখা যায়।

ফেরি দিয়ে প্রতি দিন শত পর্যটকরা ঘুরে বেড়ান। পর্যটকরা এই সব শহরের ও প্রশান্ত মহাসাগরের সৌন্দর্য উপভোগ করে।

এই ব্রিজ দিয়ে গাড়ি পারাপারের অনেক নিয়ম রয়েছে। গাড়ির উচ্চতা ৪৯ মিটারের নিচে হতে হবে। কারণ ব্রীজের হাইট হচ্ছে ১৩৪ মিটার।

এটি ফেরি থেকে যখন দেখা যায় তখন অনেক বেশি সুন্দর লাগে দেখতে। সূর্য ডোবার সময় এর সৌন্দর্য একেবারেই অন্যরকম।

যারা এখানে আসতে চাও তারা অন্তত একদিনের ঘুরে বেড়ানোর মতো সময় নিয়ে আসবে। নয়ত অনেক কিছুই বাদ পরে যাবে দেখার তালিকা থেকে।

এখানে ঘোরাঘুরির করতে প্রতিদিন ৩৫ ডলার খরচ করতে হলেও রোববার জনপ্রতি মাত্র আড়াই ডলার দিয়ে সব দেখা যাবে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com