এক দিনের বাঙালিয়ানা কেন?

নতুন একটি সূর্য ওঠার সাথে সাথে শুরু হল আরও একটি বছর ১৪২১। আমরা প্রতিবছরই নানা উৎসব ও আনন্দের মধ্য দিয়ে দিনটি পালন করি।

বছরের প্রথম সকালটা শুরু হয় পান্তা-ইলিশ দিয়ে। সারাটি দিন কাটে ছেলেদের লাল পাঞ্জাবি এবং মেয়েদের লাল-সাদা শাড়ি পরে আনন্দ উল্লাসে।

অনুষ্ঠানগুলোয় গাওয়া হয় বাঙালির হৃদয়স্পর্শী গান। কেননা এসব বাঙালির প্রাণের ঐতিহ্য। 

কেন শুধু এই দিনে বাঙালির ঐতিহ্য কে স্মরণ করা হয়? কেন আমরা বিশেষ অনুষ্ঠানে বাঙালির ঐতিহ্যবাহী পোশাক পরি না! কেন কোন আয়োজনে রাখা হয় না এই ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ?  

আমাদের উচিত প্রতিদিন বাঙালিয়ানা ধরে রাখা। প্রয়োজন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা।

আমাদের উচিত বিদেশী সংস্কৃতিকে প্রাধান্য না দিয়ে নিজের দেশের সংস্কৃতিকে উপলব্ধি করা।

আমাদের প্রতিটি দিনই হোক পহেলা বৈশাখের মত সুন্দর। তবেই না আমরা বাঙালি হয়ে উঠবো মনে প্রাণে।

সবাইকে বাঙালিয়ানার শুভেচ্ছা। শুভ নববর্ষ।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com