আয়লানের পর ওমরান

সিরীয় শরনার্থী শিশু আয়লান কুর্দির কথা ভুলতে না ভুলতেই সামাজিক মাধ্যমে ওমরানের ছবি বিশ্বকে হতচকিত করে দিয়েছে আরেকবার।

বিবিসি থেকে জানলাম, অ্যাম্বুলেন্সে বসে থাকা শিশুটির নাম ওমরান দাকনিশ। ওর বয়স পাঁচ বছর। সিরিয়ার আলেপ্পো শহরে বিমান হামলায় বিধ্বস্ত একটি ভবন থেকে উদ্ধার পাওয়া এই শিশুটির ছবি ও ভিডিও হতবাক করে দিয়েছে বিশ্বকে। 

ভিডিওতে দেখা গেল, ওর সারা শরীর রক্তাক্ত ও ধূলাবালি মাখা। নিজের মুখে হাত বুলিয়ে রক্ত দেখার পর নিজেই চমকে উঠছে সে!

বিমান হামলার পর শিশুটিকে উদ্ধারের সময় ছবিটি তোলা হয়। ওই হামলায় তিনজন নিহত এবং ১২জন আহত হয়েছে।    

শুধু চমকে ওঠা নয়, সিরিয়ার শিশুদের এরকম করুণ অবস্থা দেখে শিশু হিসাবে আমার বুকের ভেতর জমছে ক্ষোভ। যুদ্ধের প্রতি বিদ্বেষ।

যুদ্ধের ভেতর বেড়ে উঠতে হচ্ছে যাদের, অন্য অধিকার দূরে থাক, বেঁচে থাকার অধিকারটুকুও রক্ষিত হচ্ছে না সেখানে। কী অপরাধ শিশুদের? তারা তো হানাহানি, লড়াই বা ক্ষমতা চায় না।

অক্সফোর্ড গবেষণা দলের এক জরিপে জানা গেছে, ২০১৩ সালের নভেম্বর পর্যন্ত সিরিয়ার গৃহযুদ্ধে প্রায় ১১ হাজার ৪২০ জন শিশু নিহত হয়েছে। আর সিরিয়ান অবজারভেটোরি ফর হিউমান রাইটস (এসওএইচআর)-এর এক জরিপে এ বছরের মে পর্যন্ত ১৪ হাজারেরও বেশি শিশুর নিহত হওয়ার খবর উঠে এসেছে।

বন্ধ হোক বিশ্বের সব যুদ্ধ। আমরা শিশুরা বাঁচতে চাই। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই!

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com