‘কিশোর গ্যাং’ নামে একটি অপসংস্কৃতির আধিক্য ঘটেছে সমাজে। আধিপত্য বিস্তার, মারামারি, খুনের মতো ঘটনাও তারা ঘটাচ্ছে। কেন এটা বেড়ে গেল?
প্রশ্নকারী:
ঈশিতা ঈশা (১৬), হবিগঞ্জ
Published:
2020-01-21 17:24:14.0 BdST
Updated: 2020-01-21 17:24:14.0 BdST
পরামর্শ:
আমাদের সমাজে সুস্থ বিনোদন ও সামাজিকীকরণের ঘাটতি তৈরি হয়েছে। পারিবারিক কিংবা প্রাতিষ্ঠানিক উদাসীনতাকেও আমরা দায়ী করতে পারি। কমে যাচ্ছে মূল্যবোধ ও নৈতিকতা। মোবাইল ফোন এবং ইন্টারনেটে কিশোররা নিজেদের মত করে একটা জগৎ তৈরি নিচ্ছে। এসব নানা কারণে তারা আক্রমণাত্মক হয়ে উঠছে এবং সমাজে অপরাধ সংগঠিত করছে।
পরামর্শ দাতা:
জ্যেষ্ঠ প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি