শীতকালে নবজাতক ঠাণ্ডাজনিত রোগে ভোগে। এসময় শিশুর যত্ন কেমন হবে? ঠাণ্ডা এর ঘরোয়া চিকিৎসা আছে কিনা?
প্রশ্নকারী:
আজমল তানজীম সাকির (১৫), ঢাকা
Published:
2018-11-18 19:55:49.0 BdST
Updated: 2018-11-18 19:55:49.0 BdST
পরামর্শ:
নবজাতকের সুরক্ষায় ঘরের সবাইকেই সচেতন থাকতে হবে। বাতাস আসে এমন কোনো জায়গায় শিশুকে রাখা যাবে না। এ সময় সবচেয়ে ভালো হয় শিশুকে ক্যাঙ্গারু মাদার কেয়ার দেওয়া গেলে। কিন্তু এটা সব সময় সম্ভব হয় না। তাই শিশুকে কাপড়ে মুড়িয়ে রাখতে হবে। আর যে বিষয়ে খুব বেশি নজর দিতে হবে তা হলো মায়ের দুধ। শিশুকে মায়ের দুধ খাওয়াতে হবে। কারণ এই দুধে আছে এন্টি বডি, ভিটামিন ও মিনারেলস যা শিশুকে নানা ইনফেকশন থেকে রক্ষা করবে। আর শিশুর চিকিৎসার ঘরোয়া কোনো টোটকায় না যাওয়াই ভালো। এতে সময় নষ্ট হয় যা মারাত্মক ঝুঁকি হয়ে যেতে পারে।
পরামর্শ দাতা:
মেডিসিন বিশেষজ্ঞ, মানিক জেনারেল হসপিটাল নোয়াখালী