পাহাড়ে জুম চাষ পরিবেশের জন্য কতটা ক্ষতিকর?
প্রশ্নকারী:
জেসমিন আক্তার সুরভী
Published:
2018-11-10 20:43:00.0 BdST
Updated: 2018-11-10 20:43:00.0 BdST
পরামর্শ:
ভূমিক্ষয় ছাড়া জুম চাষের কোনো ক্ষতিকর দিক আছে বলে আমার মনে হয় না। এই ভূমি ক্ষয়ে পাহাড় ধসের শঙ্কা থাকে তবে সেটাও খুব গুরুত্বপূর্ণ না। কারণ পাহাড়ের যেসন জায়গায় জুম চাষ করা হয় সে জায়গাগুলোতে পাহাড় ধস হলেও তা বড় কোনো বিপদ ডেকে আনে না। জুম চাষ পাহাড়িদের খাদ্য সংগ্রহের আদি পন্থা। আমার মতে জুম চাষ বরং ভালো। এতে যে গাছ লাগান হয় তা পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে।
পরামর্শ দাতা:
প্রাক্তন অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।