মা বাবার ডিভোর্স ও সন্তানের মানসিক অবস্থা

মা- বাবার ডিভোর্স হলে শিশুর মানসিক টানা পোড়েন ঘটে; এতে তাদের বিকাশ বাধাগ্রস্ত হয়। এই অবস্থা কাটাতে শিশুটির প্রতিপালকের করণীয় কী?
মা বাবার ডিভোর্স ও সন্তানের মানসিক অবস্থা

শিশুর বিকাশের ক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হচ্ছে বাবা-মাকে আলাদা হতে না দেওয়া। বাবা মাকে আগেই বোঝানো উচিত। কিন্তু সেটা যদি কোনোভাবেই সম্ভব না হয় তখন যিনি বাচ্চার দায়িত্বে থাকবেন তাকে অনেক বেশি সতর্কতার সঙ্গে বিষয়টাকে ম্যানেজ করতে হবে। যখন দম্পতির ডিভোর্স হয়ে যায়, তার আগে থেকেই শিশুটি তার বাবা মায়ের মধ্যেকার খারাপ সম্পর্কটা দেখতে থাকে। এতে সে মানসিকভাবে ভেঙে যায়। কারো সঙ্গে মিশতে পারে না বলে একা হয়ে যায়। এজন্য শিশুটির পালনকারীকে বাচ্চার সঙ্গে বেশি সময় ধরে মিশতে হবে, খেলতে হবে, গল্প করতে হবে। আর এভাবে খেলার ছলে তাকে বাবা মায়ের সমস্যা, তাদের সেপারেশনের বিষয়টা বোঝাতে হবে। তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করে ইমোশনাল এটাচমেন্ট তৈরি করতে হবে। এতে শিশুটি কিছুটা হলেও ওই অবস্থা থেকে মুক্তি পাবে।

চিন্ময় কুমার মণ্ডল

শিশু মনোরোগ বিশেষজ্ঞ।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com