অনলাইন সমস্যায় পরামর্শ

অনলাইনে আমার ছবির অনৈতিক ব্যবহার থেকে কীভাবে অন্যদের বিরত রাখব?
অনলাইন সমস্যায় পরামর্শ

অনলাইনে তোমার ছবির কেউ অনৈতিক ব্যবহার করলে প্রথমেই যে ওয়েবসাইটে তোমার ছবির অপব্যবহার করেছে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। অনেক ওয়েবসাইট এ ধরনের অভিযোগ জানানোর পথ তৈরিই করে রেখেছে। যেমন ফেইসবুক। ফেইসবুকের যে কোনো ছবির ওপরে ডান কোনায় তিনটি ডট দেওয়া আছে। ওখানে ক্লিক করলে একটি মেন্যু আসবে। সেখান থেকে ফিডব্যাক অপশনে ক্লিক করলে আপত্তি জানানোর অনেকগুলো অপশন আসবে। যেটা তোমার আপত্তির সঙ্গে মিলে যায় সেটি সিলেক্ট করে আপত্তি জানানো যাবে। আর যে সাইটে আপত্তি জানানোর জন্য বিশেষ কোনো পদ্ধতির উল্লেখ নাই, সেখানে ওই সাইটের ‘কনটাক্ট আস’ বা এ ধরনের লিংক পাওয়া যাবে। সেখানে ক্লিক করলে নতুন একটি পাতা সাধারণত আসে, যেখানে অভিযোগ লিখতে পারবে। ওপরের দুটি উপায়ের কোনোটিই কাজ না করলে বাংলাদেশি কোনো ওয়েবসাইটের বেলায় আইনের শরণাপন্ন হতে পারো। আর এ বিষয়ে সবচেয়ে ভালো সাহায্য করতে পারবেন মেধাস্বত্ব আইন বিষয়ে অভিজ্ঞ কোনো আইনজীবী।

হাসান বিপুল

প্রযুক্তি সম্পাদক

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com