শিশু বিনোদনের হাল

শিশুদের উপযোগী নাটক ও চলচ্চিত্র নিয়ে কতটুকু ভাবছেন তরুণ নির্মাতারা?
শিশু বিনোদনের হাল

শিশুদের উপযোগী নাটক ও চলচ্চিত্র নিয়ে আমার নিজের কাজ করার ইচ্ছে আছে। তবে এটা ঠিক যে আমাদের দেশের বিখ্যাত টেলিভিশন চ্যানেলগুলির প্রায় কোনোটাতেই শিশুদের জন্য তেমন কিছু দেখানো হয় না। এমন কি প্রাইম টাইমগুলিতেও যেমন ঈদের বা অন্য কোনো উৎসবের সময়েও শিশুতোষ কোনো নাটক বা সিনেমা দেখানো হয় না। তবে শিশুদের নাটক ইত্যাদি ইস্যুতে সরকারিভাবে অনুদানের ব্যবস্থা আছে। কাজও হচ্ছে কিছু কিছু। শর্টফিল্ম হচ্ছে। তাও তূলনামূলকভাবে কম। ফিচার ফিল্ম হচ্ছে না। তবে চলচ্চিত্রকার মোর্শেদুল ইসলাম শিশুদের জন্য ভালো কাজ করেছেন। শিশুদের জন্য যা দেখানো হয় তা হলো ডাবিং করা বিদেশি কার্টুন। দেশীয় কালচারের তেমন কিছু শিশুদের কাছে পৌঁছাচ্ছে না। তবে কিছুদিন হলো 'দুরন্ত' নামে একটি টেলিভিশন চ্যানেল এ ব্যাপারে ভালো উদ্যোগ নিয়েছে।

অনিমেষ আইচ

চলচ্চিত্র নির্মাতা

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com