কীভাবে সঞ্চয়ী হবে

সব বন্ধুদের দেখি তারা স্কুলের টিফিনের টাকা জমিয়ে তাদের অনেক ইচ্ছা পূরণ করে। কিন্তু আমি কখনও তা করতে পারি না। আমার সব হাতখরচের টাকা হিসাব ছাড়া খরচ হয়ে যায়। এক্ষেত্রে আমি কি করতে পারি যাতে আমার হাতখরচের টাকা জমে?
কীভাবে সঞ্চয়ী হবে

শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাংকিং শুরু হয়েছে বেশ আগেই। শিক্ষার্থীরা এর আওতায় পাঁচ টাকাও জমা করতে পারবে। এর বেশি তো পারবেই। যে টাকা জমা করতে চায়, তার নামে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। পরে তার সেই জমানো টাকা দিয়ে নিজের পছন্দের বই কেনা থেকে শুরু করে বন্ধুদের গিফট্‌ দেওয়া, কোনো উপলক্ষে খাওয়াদাওয়া, দুর্গত শিশু বা বন্ধুদের আর্থিকভাবে সাহায্য করা, সব করতে পারে। যে ব্যাপারে তারা অভিভাবকের কাছে টাকা চাইতে দ্বিধা করে সেসব খরচ তার সঞ্চয় থেকেই করতে পারে। স্কুল জীবন থেকে এ অভ্যাস গড়ে উঠলে ভবিষ্যতের সুনাগরিক হিসেবে সে ভূমিকা রাখতে পারবে। অভাবগ্রস্ত হবে না। কারণ কে না জানে, ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ। পিঁপড়া, ছোট পাখি, মৌ-মাছিরাও দুর্দিনের জন্য সঞ্চয় করে। তাই তুমিও আজ থেকেই তোমার প্রথম পাঁচটাকা দিয়ে সঞ্চয় শুরু করে হাত খরচের পরিমাণের ওপর সেটা বাড়াতেও পারো।

বজলুর রহমান

সিনিয়র প্রিন্সিপাল অফিসার, সোনালী ব্যাংক

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com