উচ্চমাধ্যমিকের সিলেবাস সময়ে শেষ করার কৌশল

উচ্চ মাধ্যমিকে সময়ের তুলনায় অনেক বড় সিলেবাস। সঠিক সময়ের মধ্যে শেষ করা কঠিন হয়ে যায়। কীভাবে পড়ালেখা করলে আমাকে এ সমস্যার সম্মুখীন হতে হবে না?
উচ্চমাধ্যমিকের সিলেবাস সময়ে শেষ করার কৌশল

উত্তর দেবার আগে একটি প্রাসঙ্গিক প্রশ্ন করতে চাই।মাধ্যমিক স্তরের ও উচ্চমাধ্যমিক স্তরের সিলেবাসের মধ্যে অনেক ব্যবধান তো থাকবেই, তাই না? পদার্থ বিজ্ঞান, রসায়ন বিদ্যা, আইসিটি’র মতো বিষয়গুলোতে উচ্চমাধ্যমিক স্তরের ডিফিকাল্টি লেভেল তুলনামূলকভাবে অনেক বেশি। এটা একটা বড় বাধা সিলেবাস কমপ্লিট করার ক্ষেত্রে। তাই এর থেকে পরিত্রাণ পেতে, এসএসসি পরীক্ষা শেষ করার পরপরই উচ্চমাধ্যমিকের পড়াশোনা শুরু করা উচিত। প্রথম বর্ষে কমপক্ষে ৬০ ভাগ সিলেবাস কমপ্লিট করতে হবে। দ্বিতীয় বর্ষের ক্লাস মে মাসের শেষে শুরু করলে এবং শিক্ষার্থীরা নভেম্বরের মাঝামাঝিতে নির্বাচনী পরীক্ষা দিতে পারলে একটি ভালো সময় পাবে সিলেবাস কমপ্লিট করার জন্য। আর অবশ্যই, ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত সময়টুকু সিলেবাস রিভাইজ করতে হবে। প্রতিটি টেক্সট আদ্যোপান্ত পড়তে হবে। এটা ভালো রেজাল্ট করতে ও কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে ভর্তি হতে সাহায্য করবে।

সুব্রত সাহা

সহযোগী অধ্যাপক, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com