কর্মজীবী মায়ের শিশু

মায়ের অনুপস্থিতিতে শিশুর দেখাশোনা কীভাবে করা উচিত?
কর্মজীবী মায়ের শিশু

আমাদের দেশে এখন অনেক মা-ই কর্মজীবী। বেশিরভাগ ক্ষেত্রে কোনো মানসিক পূর্ব প্রস্তুতি ছাড়াই সন্তানকে মায়ের অনুপস্থিতে বাসায় থাকতে হয়। হঠাৎ করে মায়ের অনুপস্থিতি শিশুর মধ্যে বিচ্ছেদ উদ্বিগ্নতা তৈরি করে। মায়ের অনুপস্থিতি শুরু হওয়ার আগে শিশুকে মানসিকভাবে প্রস্তুত করতে হবে। যেমন, মা কেন কাজে যাচ্ছে তা তাকে বলা, মায়ের অনুপস্থিতিতে তার সাথে কে থাকবে ইত্যাদি। কারণ অনেক সময় শিশুর পরিবেশ থেকে ভুল অনুধাবন হতে পারে যে তার মা তাকে হয়ত ভালবাসে না, তাকে রেখে কাজে যায়। ফলে শিশুর মধ্যে হীনমন্যতা, রাগ, হতাশা, আক্রমণাত্মক আচরণ তৈরি হয়। বিকল্প আরেকজন যেমন, বাবা, দাদা-দাদী, নানা-নানী, গৃহকর্মীসহ যিনি শিশুর যত্নকারী হিসেবে থাকেন, তার সাথে শিশুর নিবিড় সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। শিশুর দেখাশোনা মায়ের অনুপস্থিতিতে এমন হওয়া যাবে না যে, শিশু চাওয়ার আগেই সব পেয়ে যাচ্ছে। মায়ের অনুপস্থিতিতে শিশুর সাথে বয়স অনুযায়ী যত্নকারীর সামঞ্জস্যপূর্ণ আচরণ করতে হবে।

সাবরিনা মাহমুদ

সিনিয়র ডেমোনেস্ট্রেটর অ্যান্ড এডুকেশনাল সাইকোলজিস্ট, এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগ, ঢাবি

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com