স্বাস্থ্য

স্বাস্থ্য

আমাদের দেশে ঔষধ উৎপাদন করা হয় কিন্তু অনেক ঔষধের গায়ে কোনো মেয়াদের তারিখ থাকে না। আর দোকানদাররা অনেক সময় জেনে বা না জেনেও এসব ঔষধ বিক্রি করেন। তখন বিশেষ করে লেখাপড়া না জানা গরিব ও অসুস্থ মানুষগুলো সে সব ঔষধ খেয়ে নানা সমস্যার সম্মুখীন হন। এর কি কোনো প্রতিকার নাই?

এরকম ঘটনার কথা প্রায় শোনা যায়। এটা অনেক বড় অপরাধ। এ ব্যাপারে সেই ওষুধ কোম্পানির বিরুদ্ধে ড্রাগ অ্যাডমিনিসট্রেশান বা আদালতে অভিযোগ করা যায়। অভিযোগ প্রমাণ করতে পারলে শাস্তির বিধান আছে। এ ব্যাপারে সরকারিভাবে নজরদারি আর গণমাধ্যমে ও গ্রাম পর্যায়ে সাধারণ মানুষকে সচেতন করার দায়িত্ব জোরদার করা জরুরি।

ডা. বন্দনা চক্রবর্তী

সহকারী অধ্যাপক

Related Stories

No stories found.
bdnews24
bangla.bdnews24.com