শিশুর মন

ছোটদের খাওয়ানোর জন্য ভয়/লোভ দেখানো হয়। এটা শিশুর ওপর কী প্রভাব ফেলে?
শিশুর মন

শুধু খাওয়ানোর ক্ষেত্রেই নয়, যে কোনো ক্ষেত্রেই শিশুকে ভয় বা লোভ দেখালে তার ওপর নেতিবাচক প্রভাব পড়ে। ভয় দেখালে শিশুরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এবং মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। যিনি ভয় দেখাচ্ছেন তার প্রতি শিশু আস্থা হারায় এবং তার কাছে নিরাপদ বোধ করে না। অন্যদিকে শিশুকে খাওয়ানোর জন্য বিভিন্ন জিনিসপত্র কিনে দেওয়া বা দেওয়ার আশ্বাস দেওয়ার ফলে একসময় শিশুর সাথে অভিভাবকের সম্পর্ক বস্তুনির্ভর এবং শর্তযুক্ত হয়ে যেতে পারে। তার চেয়ে বরং শিশুদের সাথে একটি আন্তরিক যোগাযোগ স্থাপনের মাধ্যমে খাওয়াসহ বিভিন্ন প্রয়োজনীয় কাজে তাদের সহযোগিতা চাওয়া যেতে পারে। শিশুর চাওয়া-পাওয়াগুলোকে বড়রা গুরুত্ব সহকারে বিবেচনা করলে, তাদেরকে সম্মান দেখালে, তারাও বড়দের চাওয়া পাওয়াগুলো সম্মান দেখাতে শেখে। সেক্ষেত্রে অনেক ধৈর্য ও সময় নিয়ে শিশুদের সাথে কথা বলা দরকার। কেনো তারা খেতে চাইছে না বা প্রয়োজনীয় কোনো কাজ করতে চাইছে না, এমন প্রশ্ন করে তাদের দিকটি মনোযোগ দিয়ে শোনা খুবই গুরুত্তপূর্ণ।

রাউফুন নাহার,

প্রভাষক, এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগ, ঢাবি

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com