সাহিত্য ও সংস্কৃতি

আমি ভালো কবিতা লিখতে চাই। এজন্য আমার কী করা দরকার?
সাহিত্য ও সংস্কৃতি

ভালো কবিতা লিখতে হলে আগে ভালো পাঠক হতে হবে। প্রতিদিন আমরা কতো কথা বলি, শুনি বা পড়ি, তার সব কিন্তু কবিতা নয়। আমাদের কথা বা অনুভূতিকে সুসম্পাদিত শব্দ ও বাক্য দিয়ে সাজিয়ে কবিতায় উত্তীর্ণ করা যায়। এর জন্য ক্রিয়াপদের সফল ব্যবহার, উপমা উৎপ্রেক্ষার যুৎসই প্রয়োগ জানতে হবে। ভাষার গঠন জানতে হবে। ছন্দ জানতে হবে। আবার ছন্দ মাত্রই কবিতা নয়। মানুষকে বুঝতে শিখতে হবে। তার দুঃখ, বেদনা, আনন্দকে নিজের মধ্যে ধারণ করতে হবে। ভালো কবিতা মানে জটিল শব্দ বা দুর্বোধ্য বাক্যবন্ধ নয়; অনেক সহজ বাক্য, সাধারণ কিছু কথাও দারুণ একটা কবিতা হয়ে দাঁড়াতে পারে। একটা কথা আমি বলি, কবিতা আমাদের চারপাশেই আছে, দরকার শুধু নিজের সংবেদনকে নিজের আঙুলে এনে তা লিখে ফেলা।

মাজহার সরকার

সাহিত্যিক

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com