পেশা নিয়ে ভাবনা

অভিনয়কে পেশা হিসেবে সাধারণত কেউ ভালো চোখে দেখে না। ডাক্তার বা ইঞ্জিনিয়ার চান সবাই। অভিনেতা হতে চাই। কী করব?
পেশা নিয়ে ভাবনা

অভিনেতা হওয়ার জন্য আমাদের দেশের শিশুদের সিদ্ধান্ত নেওয়া কঠিন। কারণ তারা পাশ্চাত্যের মতো ১৮-র পরেই নিজের সিদ্ধান্ত নিতে পারে না। আর অভিনেতা হওয়া খুব সহজ কাজ নয়। তবে কেউ যদি হতেই চায় তবে তাকে খুব ছোটবেলা থেকেই থিয়েটার দেখতে হবে। দেখতে হবে মঞ্চের অভিনেতাদের অভিনয়। তাদের জীবন-যাপন। তাদের অধ্যাবসায়। পরিশ্রম। কারণ এভাবেই নিজের সাথে নিজের বোঝাপড়া করতে হবে, এই অধ্যাবসায় তার পক্ষে চালিয়ে যাওয়া সম্ভব কি না। সঙ্গে থাকা চাই, যোগ্য মানুষ হয়ে নিজেকে গড়ে তোলার সাধনা। কারণ প্রত্যেক অভিনেতার থাকা দরকার নিজস্ব দর্শন ও জীবনবোধের জায়গা। টেলিভিশনের নাটক দেখে এটা বোঝা যাবে না। সব শেষ কথা, একটি ইউনিভার্সিটির ডিগ্রি হাতে নিয়েই এ কাজে নামলে ভালো।

বিপাশা হায়াত

অভিনেত্রী

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com