কোচিং নির্ভরতা

দ্বীন মোহাম্মদ সাব্বির
কোচিং নির্ভরতা

শিশুদের কোচিংমুখী হওয়ার অনেকগুলি কারণ আছে। অধিকাংশ ক্ষেত্রে, শিক্ষক/শিক্ষিকারা ক্লাসে শতভাগ পড়ান না। ক্লাসের জন্য নির্ধারিত সময়ও কম। তারা শিক্ষার্থীদের ক্লাসে নোট দেন না। বইগুলিতেও প্রশ্নের যথাযথ উত্তর নেই। ক্লাসেও লিখে দেওয়া হয় না। তাছাড়াও পরীক্ষার প্রশ্ন কঠিন করা হয়; ব্যবহারিক পরীক্ষায় কম নম্বর দেওয়ার ভয় দেখানো হয়। কোচিং না করলে ক্লাসেই শিক্ষার্থীকে অপমান করা হয়। সঠিক উত্তরেও যথাযথ নম্বর দেওয়া হয় না। অথচ কোচিং করলে সেই বিষয়ে পরীক্ষার খাতায় বেশি নাম্বার দেওয়া হয়। অকৃতকার্য হলেও পাস করিয়ে দেওয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে স্কুলের ইনডিসিপ্লিন গ্রাউন্ডে কোচিং করা ছাত্র ছাড় পায়। ভালোদের ফ্রি পড়িয়ে এক ধরণের আইওয়াশ করে অন্যদের ব্যাচে পড়তে উদ্বুদ্ধ করা হয়। এমনকি শিক্ষকরা দলগতভাবে, প্রয়োজন না হলেও একে অপরের কাছে কোচিং করতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন। আর তাই শিক্ষার্থীদের কোচিং করা ছাড়া উপায় থাকে না।

আব্দুল্লাহ আহমেদ

সিনিয়র টিচার

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com