জীবনের লক্ষ্য

আমি কবি হতে চাই। কিন্তু পরিবারের কেউ এটা চান না। আমি কী করব?
জীবনের লক্ষ্য

কবিতা লেখা কোন পেশা নয়, চর্চা বলা যেতে পারে। পড়াশোনার পাশাপাশি বা পড়াশোনা শেষ করে চাকরি করার মধ্যেও কবিতা লেখা সম্ভব। কবিতা চর্চায় নগদ প্রাপ্তি বলে কিছু নেই, নেই আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনাও। কোনো কালেই ছিলো না। সে কারণে অনেক বাবা-মা বিষয়টা সমর্থন করতে চান না। জীবন একইসঙ্গে যেমন বেঁচে থাকার ও রাখার সংগ্রাম; তেমনি জীবনকে নান্দনিক করে তুলতে দরকার শিল্প। এই দ্বৈততায় নিজেকে যোগ্য করে তুলতে অবশ্যই একাডেমিক পড়াশোনা সফলভাবে শেষ করতে হবে, একই সময়ে দেশের ও বিশ্বসাহিত্যের সেরা বইগুলো পড়ে ফেলতে হবে।

মাজহার সরকার

লেখক

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com