দীর্ঘ সময় কীভাবে পড়ায় মনযোগ ধরে রাখতে পারব?
প্রশ্নকারী:
নাঈম শাহ
Published:
2017-12-31 19:05:19.0 BdST
Updated: 2017-12-31 19:08:49.0 BdST
পরামর্শ:
তোমাকে আগে ঠিক করতে হবে দিনে তুমি কত ঘণ্টা পড়বে। তারপর স্কুল ও কোচিংয়ের সময় বাদ দিয়ে কত ঘণ্টা বাকি থাকছে। সেখান থেকে খাওয়া, ঘুম ও বিনোদনে কতটা সময় লাগবে?
বাকি যে সময়টুকু হাতে থাকবে, সেই সময়ে কটি বিষয় পড়তে হবে, সময় দিয়ে ভাগ করে নিয়ে পড়তে বসে যাও। শেষ না করে উঠবে না, এই পণ করে পড়তে বসো। তাহলে আর মনযোগের ঘাটতি হবে না। কারণ তোমার কোনো কাজ বাকি নাই। এই সময় ফেইসবুক থেকে দূরে থাকো।
পরামর্শ দাতা:
শিক্ষক
ক্যান্টনমেন্ট পাব্লিক স্কুল ও কলেজ, বগুড়া