পৃথিবীর সবচেয়ে বড় সাপ

পৃথিবীতে নানান আজব ঘটনা ঘটে। গিনেস বুক ঘাটলে বিস্মিত হতে হয়। আমার তো খুব ভালো লাগে এসব পড়তে, জানতে।

গিনেস বুক এর ওয়েব সাইটে আজব আজব সব রেকর্ড পড়ছিলাম সেদিন। চোখ আটকে গেল পৃথিবীর সবচাইতে বড় সাপের ছবি দেখে।

 

এটির নাম হচ্ছে মেডুসা। এটি একটি অজগর জাতীয় সাপ। দানব আকৃতির এই সাপের উচ্চতা ৭.৬৭ মিটার বা ২৫ ফুট দুই ইঞ্চি।

সাপটির বয়স ১০ বছর। সাপটির মালিক আমেরিকার মিসৌরির কানাস সিটির ফুল মুন প্রোডাকশন।

অবাক হতে হয় এর খাবারের পরিমাণ শুনলে। এটি প্রতিদিন ১৮ কেজি হরিণের মাংস খায়। আর ওজনও অনেক। এর ওজন ১৫৮.৮ কেজি। এটিকে লম্বা করে ধরতে ১৫ জন মানুষ দরকার হয়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com