শত বছরের ক্রেয়ন

ক্রেয়ন নামটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। এটি এক ধরণের রঙ যা বহু আগে থেকে শিল্পীদের আঁকাআঁকিতে ব্যবহার করা হয়।

ক্রেয়নের প্রথম আবিষ্কৃত রূপ হচ্ছে চক। ১৯০৩ সালের দিকে প্রথম পেস্টাল ক্রেয়ন তৈরি করা হয়।

তখন মাত্র আটটি রঙের পেস্টাল হতো। রংধনুর ছয়টির সাথে সাদা ও কালো রঙের।

তবে গত ১০০ বছরে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০টি রঙে। এখন একটি ক্রেয়নের বক্স কিনলে এই সবগুলো রঙই পাওয়া যায়।

গোগো নিউজের এক প্রতিবেদনে বলা হইয়েছে স্টিফেন ভন ওরলি নামের একজন গবেষক একটি ইন্টারেক্টিভ কালার হুইল তৈরি করেন। একটি মৌলিক রঙ কিভাবে অসংখ্য রঙে রূপান্তরিত হতে পারে তা তুলে ধরেন । স্টিফেন ও তার এক বন্ধু এ ধরণের রঙ নিয়ে অনেক দিন ধরে গবেষণা করছেন ।

গবেষণা করে পেয়েছেন, গত ১০০ বছরে ২.৫৬ % হারে ক্রেয়নের রঙ বৃদ্ধি পাচ্ছে । এর মানে প্রতি ২৮ বছরে ক্রেয়নের রঙ এর সংখ্যা দ্বিগুণ হয় ।

তাদের এই হিসেব মতে ২০৫০ সালের দিকে আমরা প্রায় ৩৩০ টি আলাদা আলাদা ক্রেয়নের রঙের সাথে পরিচিত হবো।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com