বাংলাদেশ ছাড়াও যে দেশের দাপ্তরিক ভাষা বাংলা

১৯৫২ সালে বাঙালি জাতি ভাষার জন্য যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা স্মরণ করে এখন গোটা বিশ্ব।
বাংলাদেশ ছাড়াও যে দেশের দাপ্তরিক ভাষা বাংলা

আমাদের শহীদ দিবস ১৯৯৯ সাল থেকে হয়ে যায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পরের বছর থেকে জাতিসংঘের সদস্য দেশগুলোতে যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে দিবসটি। 

বাংলার বীরত্ব যে বিশ্বজুড়েই পৌঁছেছে তার আরেকটি উদাহরণ পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওন। ২০০২ সালে বাংলাকে তাদের দাপ্তরিক ভাষা হিসেবে ঘোষণা করে দেশটি।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে জানা যায়, ১৯৯১ থেকে ২০০২ সালের মধ্যে পশ্চিম আফ্রিকার এই দেশটিতে  গৃহযুদ্ধে ছিল। এ সময় জাতিসংঘ সিয়েরা লিওনের শান্তি রক্ষায় বিশাল বাহিনী নিয়োগ দেয়। বাংলাদেশি সেনারা সে বাহিনীর বৃহত্তর অংশ হয়ে ওঠে। বিদ্রোহী বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশি সেনাদের অবদান এতটাই বেশি ছিল যে দুটি দেশের মাঝে তা এক অনন্য সম্পর্ক গড়ে দেয়।

বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর এ অবদান সিয়েরা লিওন সরকারের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়। দেশটিতে ২০০২ সালে শান্তি ফিরে আসার পর দেশের প্রেসিডেন্ট আহমাদ তেজান কাব্বাহ ঘোষণা করেন যে, প্রজাতন্ত্রের শান্তি ফিরতে বাংলাদেশি সেনা দলের অবদানের স্বীকৃতি হিসেবে এখন থেকে বাংলা ভাষা সিয়েরা লিওনের একটি দাপ্তরিক ভাষা হিসেবে বিবেচিত হবে। 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com