
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘প্রবাসের ক্ষুদে শিল্পী’ শীর্ষক আয়োজনটির উদ্যোগ নিয়েছে আড়ঙ্গ-শিশু ভুবন। এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট 'হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম'।
আয়োজকরা হ্যালোকে জানিয়েছে, প্রবাসের শিশুদের কাছে বাংলাদেশ ও বাংলা ভাষাকে পরিচয় করানোর ধারাবাহিকতার একটি অংশ এই আয়োজন। অনুষ্ঠানটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।
১৬ ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটা এবং স্থানীয় সময় রাত সাড়ে আটটায় এটি শুরু হওয়ার কথা রয়েছে।
প্রবাসে অবস্থানরত শিশুদের বাংলা সংস্কৃতির গান, নাচ, আবৃত্তি, বাদ্যযন্ত্র বাজানো, গল্প, কৌতুক, অভিনয় ইত্যাদি জানা থাকলে তা মঞ্চায়নের জন্য প্রয়োজনীয় তথ্যাদি এই ঠিকানায় (monthlyarrongo@gmail.com) ইমেইল করতে হবে।