শিশুদের আগে গরীব দেশকে টিকা দিন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

শিশুদের করোনাভাইরাসের টিকাদান স্থগিত রেখে তা গরীব দেশগুলোকে দেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
শিশুদের আগে গরীব দেশকে টিকা দিন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এক ভার্চুয়াল সম্মেলনে এই আহ্বান জানান সংস্থাটির প্রধান টেড্রোস এডানম গেব্রেইসাস। 

তিনি বলেন, “নিম্ন ও নিম্নমধ্যম আয়ের দেশগুলোতে কোভিড-১৯ এর টিকা এতটাই অপর্যাপ্ত যে তা জরুরি স্বাস্থ্যসেবা দানকারী কর্মীদের দেবার জন্যও যথেষ্ট নয়। তাছাড়া হাসপাতালগুলোতেও জরুরি স্বাস্থসেবা প্রার্থী রোগীদের সংকুলান হচ্ছে না।”

বিবিসি থেকে আরও জানা যায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যতদ্রুত সম্ভব ১২-১৫ বয়সী আমেরিকান শিশুদের জন্য টিকাদান কর্মসূচী ঘোষণা করেছেন। 

প্রতিবেদনটিতে আরো বলা হয়, কানাডা ইতোমধ্যে তাদের সর্বাধিক করোনাভাইরাস সংক্রমিত এলাকা আলবাট্রায় ১২ বছরের অধিক সকল নাগরিকদের টিকা দান শুরু করেছে। 

সুইজারল্যান্ডেরও বেশ কয়েকটি এলাকায় ১৬ ও তার বেশি বয়সীদের জন্য করোনাভাইরাসের টিকা দেওয়া হচ্ছে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com