ভারতে কৃষক আন্দোলনে কন্যা শিশু

বেশ কয়েক সপ্তাহ ধরেই কৃষকদের আন্দোলনে উত্তাল রয়েছে পুরো ভারতবর্ষ। সরকারের নেওয়া নতুন তিনটি আইনের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ ও আন্দোলন করছে ভারতের কৃষকেরা।
ভারতে কৃষক আন্দোলনে কন্যা শিশু

সেই আন্দোলনে এবার পরিবারের সাথে যোগ দিয়েছে ১১ বছর বয়সী গুরসিমরাত কর নামের এক কন্যা শিশু।

গুরসিমরাত করের বাবা একজন কৃষক। ভারতের পাঞ্জাবে পরিবারের সাথে বসবাস তার৷ সেখান থেকেই আন্দোলনে যোগ দিতে হাজার হাজার কৃষকদের সাথে ভারতের রাজধানী দিল্লির সীমান্তে এসেছে ও।

বিবিসি’র এক প্রতিবেদনে উঠে এসেছে এই ঘটনা।

গুরসিমরাত কর পাঞ্জাবের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ালেখা করছে। আন্দোলনের পাশাপাশি পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছেন সেখানে।

কৃষকদের অধিকার আদায়ের লড়াইয়ের সাথে লেখাপড়া, খাদ্য, বাসস্থান সবই এখন দিল্লীর সীমান্তে, রাস্তায়।

গুরসিমরাত করের সাথে তার মা, বাবা এবং বাবা'র দুই ভাইসহ অসংখ্যা কৃষক আন্দোলন করছেন।

বিবিসি’র প্রতিবেদনে গুরসিমরাত বলেন, “আমি ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। পড়ালেখাও গুরুত্বপূর্ণ কিন্তু এই সময় লড়াই গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “আমরা এখানে অধিকার আদায়ের জন্য লড়াই করতে এসেছি। মোদী সরকার যে নিয়ম করেছেন, তা বাতিল করার পরই আমরা আমাদের বাড়ি ফিরে যাব।”

গুরসিমরাত করের মা বিবিসি’কে বলেন, “আমরা এই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে অংশ নিচ্ছি এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত এটি চালিয়ে যাবো।”

গুরসিমরাত কর অবশ্য আশা করছেন, সৃষ্টিকর্তা তাদের প্রতি সদয় হবেন এবং কৃষকেরা তাদের অধিকার পেয়ে আবারও ফিরে যাবেন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com