সামাজিক দূরত্ব রক্ষায় জুতো

রোমানিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দুই মাস লকডাউনের পর মে মাসের মাঝামাঝি সময়ে রোমানিয়ান এক চামড়ার ব্যবসায়ী লক্ষ্য করেন যে মানুষ সামাজিক দূরত্বের নিয়ম তেমন মানছেন না। 
সামাজিক দূরত্ব রক্ষায় জুতো

তাই সামাজিক দূরত্ব রক্ষায় এক ধরণের জুতোর কথা ভাবছেন গ্রিগোর লুপ নামের ওই ব্যক্তি। 

সম্প্রতি রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে দীর্ঘ নাকযুক্ত নতুন ধরনের চামড়ার জুতোর ধারণা প্রবর্তন করেছেন এবং তা তৈরির পদক্ষেপ নিয়েছেন তিনি। ইউরোপীয় আকারে এই ধরনের জুতোর মাপ দাঁড়ায় ৭৫। 

৩৯ বছর ধরে চামড়ার জুতো তৈরি করে আসা লুপ বলেন, "আপনারা এটি রাস্তায় দেখতে পাচ্ছেন যে লোকেরা সামাজিক দূরত্বের নিয়মকে সম্মান করছে না।" 

তিনি আরও বলেন, "আমি আমার বাগানের জন্য চারা কিনতে বাজারে গিয়েছিলাম। সেখানে খুব বেশি লোক ছিল না, তবে তারা একে অপরের খুব কাছাকাছি ছিল।" 

লুপ মনে করেন ঐ বিশেষ জুতো পায়ে থাকলে মুখোমুখি দাঁড়ানো দুজন মানুষের মধ্যে প্রায় দেড় মিটার দূরত্ব থাকত। 

জুতো তৈরি করেই জীবিকা নির্বাহ করেন লুপ।  নাট্যশালা, কলাভবন এবং ঐতিহ্যবাহী নৃত্যের জন্য আসা জুতোর অর্ডার পেয়ে থাকেন প্রচুর। তবে করোনাভাইরাস  মহামারির কারণে সকল প্রকার অনুষ্ঠান বাতিল হয়ে যাওয়ায় তার ব্যবসা থমকে দাঁড়িয়েছে। তবে এই নতুন সামাজিক দূরত্ব রক্ষায় সহায়ক জুতোর মাধ্যমে তিনি তার ব্যবসার অবস্থা আগের চিত্রে ফিরিয়ে আনতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com