করোনাযোদ্ধা মায়েদের বালুশিল্পীর অন্যরকম শ্রদ্ধা

অদৃশ্য এক ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে বিশ্ববাসী। এই লড়াইয়ে চিকিৎসক-সেবিকা রয়েছেন সামনের কাতারে, যারা কারো না কারো মা! আর এই মায়েদের সম্মান জানিয়ে ব্যতিক্রমী শ্রদ্ধা জানিয়েছেন ভারতের এক বালুশিল্পী।
করোনাযোদ্ধা মায়েদের বালুশিল্পীর অন্যরকম শ্রদ্ধা

ভারতের হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

শব্দের অপ্রতুলতা দেখা দেয় যখন আমরা আমাদের জীবনে মায়েদের ভূমিকা বর্ণনা করি। সংকটময় সময়টাতে এই মায়েরাই নিজের জীবনকে বাজি রেখে এবং সন্তানদের দূরে রেখে নভেল করোনাভাইরাস প্রতিরোধে কাজ করে যাচ্ছে।  

এই মায়েদের উদ্দেশ্যে ভারতের বালুশিল্পী সুদর্শন পাটনায়েকের ব্যতিক্রমী এক আয়োজন নজর কেড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের।

সুদর্শন পাটনায়েক ভারতের ওড়িশার পুরি সমুদ্র সৈকতে বালু দিয়ে ভাস্কর্য তৈরি করেছেন। জরুরি কাজে কর্মরত মায়েদের প্রতীকি ছবি সেই ভাস্কর্যে ফুটে উঠেছে।

আন্তর্জাতিক মা দিবসে মি. পাটনায়েক সেই ভাস্কর্যের ছবি টুইটারে পোস্ট করেন।

টুইট-রিটুইটে ভাস্কর্যের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। জরুরি কাজে নিয়োজিত মায়েদের প্রতি অন্যরকম এক শ্রদ্ধাকে কুর্নিশ জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com