এক দমে ৬টি রুবিক’স কিউব সমাধান করল জর্জিয়ান বালক

যুক্তরাষ্ট্রের জর্জিয়ার শিক্ষার্থী ভাকো মার্চেশভিল। পানির নিচে এক দমে ছ’বার রুবিক’স কিউবের ধাঁধাঁর সমাধান করে তাক লাগিয়ে দিয়েছে।
এক দমে ৬টি রুবিক’স কিউব সমাধান করল জর্জিয়ান বালক

১৮ বছর বয়সী ভাকো গিনেস বুকের রেকর্ড ভেঙেছে বলে ১৭ অগাস্ট রয়টার্সের এক সংবাদে জানা যায়। ভাকো জানায়, এটি করতে তাকে ছয় মাস চর্চা করতে হয়েছে।

সে আগের রেকর্ড ভাঙতে আর নিজের নিরাপত্তার প্রশ্নে কঠিন পরিশ্রম করেছে। কারণ একটু এদিকওদিক হলেই জীবন-মরণ প্রশ্ন, জানায় ভাকো।   

এদিন জিনো প্যারাডাইস অ্যাকোয়া পার্কে পানি দিয়ে ভরা একটি ট্যাংকের ভেতর ভাকো ছয়টি রুবিক’স কিউব সমাধান করে এক মিনিট ৪৪ সেকেন্ড সময়ে।

ভাকো মনে করে, তার এই রেকর্ড বেশ কিছুদিন টিকে থাকবে। এর আগের রেকর্ডটি ছিল, পাঁচটি কিউবের। 

রুবিক’স কিউবের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। ১৯৭৪ সালে হাঙ্গেরীয় ভাস্কর এরনো রুবিক এই ধাঁধাঁটি আবিষ্কার করেন।

তিনি এর নাম দিয়েছিলেন ম্যাজিক কিউব কিন্তু ১৯৮০ সালে ‘আইডিয়াল টয়স’ নামের এক খেলনা প্রস্তুতকারী কোম্পানি এর নাম দেয় রুবিক’স কিউব। এখন ম্যাজিক কিউবের থেকে রুবিক’স কিউব নামেই এটি বেশি পরিচিত।  

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com