শৈশবের মানসিক আঘাত সামলাতে স্কুলে প্রশিক্ষণ

শৈশবের মানসিক আঘাত সারিয়ে তুলতে যুক্তরাজ্যের ওয়েলসের সব স্কুলে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া হবে বলে জানা গেছে।
শৈশবের মানসিক আঘাত সামলাতে স্কুলে প্রশিক্ষণ

বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, এ প্রশিক্ষণের আওতায় শিক্ষার্থীদের পারিবারিক ভাঙন, মৃত্যুশোক বা শারীরিক-মানসিক আঘাত অথবা যৌন হয়রানির মতো বিষয়গুলির মোকাবেলা করতে স্কুলে সহায়তা করবেন শিক্ষকরা।

ব্রিজেন্ট কাউন্টির তিনটি প্রাথমিক বিদ্যালয়ে, পাইলট কর্মসূচি হিসেবে এটি চালু করা হয়েছে। ওয়েলস-এর জনস্বাস্থ্য সংস্থা প্রশিক্ষণটি চালু করেছে। 

এর মাধ্যমে স্কুলগুলিতে শিক্ষকরা শিশুদের মানসিক চাপের লক্ষণগুলি চিহ্নিত করবেন ও শিশুদের মানসিক আঘাত ও আবেগ মোকাবেলা করার জন্য শিক্ষা দেবেন।   

প্রতিবেদনটিতে এই প্রকল্পের পথ প্রদর্শক ও একটি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা জুলি থমাস বলেন, প্রায়ই শিশুরা বাবা মায়ের আশঙ্কার চেয়ে বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। মনে হয়, তারা শোধরাচ্ছে, এসব তারই প্রতিক্রিয়া। আর কখনও কখনও ক্লাসে আসে না। অতি সতর্ক হয়ে ওঠে কখনও।   

জুলি আরও মনে করেন, প্রশিক্ষণটি শুধু বিশেষ শিশুদের জন্য নয়, সব শিশুর উন্নতিতেও এটি অনেক গুরুত্বপূর্ণ।  

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com