Published: 2018-04-05 19:05:57.0 BdST Updated: 2018-04-05 19:47:07.0 BdST
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৫ এপ্রিল থেকে তা সম্প্রচারিত হবে টেলিভিশনের পর্দায়।
অনুষ্ঠানটির উপস্থাপক হিসেবে কাজ করেছেন নেপালের চলচ্চিত্র অভিনেতা রাজেশ হামাল। পরিচালনা এবং প্রযোজনার দায়িত্ব পালন করেছেন হারি পোকরেল।
চলতি বছরের ৬ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত নেপালে প্রতিযোগিতাটির ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। এবারের আয়োজনে নেপাল, বাংলাদেশ, ভারত, মিয়ানমার, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, তুরষ্ক, হং কং ও ফিলিপাইন্স সহ এশিয়ার মোট ১০টি দেশের ১৯টি দল অংশ নিয়েছে।
প্রতিযোগিতায় গেল বছরের ১৮ ডিসেম্বর ঢাকার সরকারি বিজ্ঞান কলেজে অনুষ্ঠিত বাংলাদেশ বাছাই পর্বে নির্বাচিত হওয়া দুটি দলের মোট চার জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
কুইজ ম্যানিয়ার বাংলাদেশ সম্বনয়ক শেখ শরফুদ্দিন রেজা আলী চৌধুরী ও প্রতিনিধি জুবায়ের হাসানের নেতৃত্বে দলগুলোতে রয়েছে নটরডেম কলেজের রেদোয়ান উদ্দিন আহমেদ ও মো. আদনান-উল-ইসলাম এবং ঢাকা কলেজের রাশাদ করিম ও মো. নাঈম উদ্দিন।
নেপালের রাজধানী কাঠমান্ডু’তে এক্রিটিভ মিডিয়া’র শুটিং সেটে অনুষ্ঠানটির সবকটি পর্ব রেকর্ড করা হয়।
৫ এপ্রিল (বৃহস্পতিবার) থেকে সেমি ফাইনাল ও ফাইনাল রাউন্ডের সবকটি পর্ব টেলিভিশন চ্যানেলে সম্প্রচার হবে।
অনুষ্ঠানটি দেশটির নামকরা টেলিভিশন চ্যানেল ‘কান্তিপুর এইচডি’তে প্রতি বৃহস্পতিবার নেপালের সময় রাত ৯টা ও বাংলাদেশ সময় রাত ৮ টা ৪৫ মিনিটে সম্প্রচার করা হবে।
এছাড়া প্রতি শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৮ টা ৪৫ মিনিটে ও দুপুর ২টা ৪৫ মিনিট এবং ও শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে পর্বটি পূর্ণ প্রচার করা হয়।
বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ইন্টারনেটে সরাসরি অনুষ্ঠানটি দেখতে ওই সময় অনুযায়ী কান্তিপুর এইচডি চ্যানেলের অফিসিয়াল ওয়েবসাইটে (http://www.kantipurtv.com/live) প্রবেশ করতে হবে। প্রতি সপ্তাহে কুইজ ম্যানিয়া’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও (https://www.youtube.com/quizmanianepal) সম্প্রচারিত পর্বগুলো আপলোড করা হয়।
গরমে অসুস্থ হচ্ছে শেরপুরের শিশুরা (ভিডিওসহ)
গরম পড়তে না পড়তেই নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে শিশুরা।
হারিয়ে যাচ্ছে মৃৎ শিল্প (ভিডিওসহ)
মৃৎ শিল্প বাঙালির শত বছরের পুরনো ঐতিহ্য। মৃৎ শিল্প বলতে বোঝানো হয় মাটির তৈরি সুন্দর ও সৃষ্টিশীল উপাদান। বাঙালির জীবনে এটি বিরাট ঐতিহ্য বহন করে। কিন্তু কালক্রমে হারিয়ে যেতে বসেছে এই শিল্পের প্রসার।
পড়ার খরচ যোগাতে ইট ভাটায় শিশু (ভিডিওসহ)
ইটভাটায় কাজ করে নিজেদের লেখাপড়ার খরচ চালাচ্ছে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীরের কয়েকজন শিশু।